রোবোট্যাক্সি উন্মোচন করেছে টেসলা

0
3

নিজেদের তৈরি প্রথম রোবোট্যাক্সি (রোবট ট্যাক্সি) উন্মোচন করেছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে রোবোট্যাক্সির পাশাপাশি রোবোভ্যান উন্মোচন করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মালিক ইলন মাস্ক।

জানা গেছে, দুই দরজাবিশিষ্ট রোবোট্যাক্সিতে নেই কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবোট্যাক্সিতে আসন রয়েছে ২০ টি। ট্যাক্সি হিসেবে ভাড়া করা যাবে এটি। গাড়িগুলোর উৎপাদন ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে। স্বয়ংক্রিয়ভাবে পথ চললেও মানুষ চালিত গাড়ির তুলনায় রোবোট্যাক্সি ও রোবোভ্যান ১০গুণ বেশি নিরাপদ বলে দাবি করেছে টেসলা।

রোবোট্যাক্সিতে চড়ে অনুষ্ঠানের মূল মঞ্চে উপস্থিত হয়ে ইলন মাস্ক জানান,স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম এসব গাড়ি পরিবহন দুনিয়ায় বিপ্লব ঘটাবে।

উল্লেখ্য, রোবোট্যাক্সি আনার পরিকল্পনা ছিল ২০২৩ সালের মধ্যে। তবে নানা কারণে তা সম্ভব হয়নি। সূত্র: বিবিসি