বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রেকর্ডের পথে ‘হাফ গার্লফ্রেন্ড’

নিউজ ডেস্ক:

রেকর্ড করতে চলেছে রোমান্টিক-ড্রামা ঘরানার অর্জুন-শ্রদ্ধা অভিনীত হাফ গার্লফ্রেন্ড সিনেমাটি। চেতন ভগতের ‘হাফ গার্লফ্রেন্ড’ উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমাটি বলিউড ইতিহাসের সবচেয়ে বড় গান নিয়ে আসছে বলে জানা যায়। মুহিত সুরি পরিচালিত ‘হাফ গার্লফ্রেন্ড’ মুক্তির পর সিনেমাহলে বেশ সাড়া ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমকে জানান, কম্পোজার মিথুন ১৮ মিনিটের একটি গান তৈরি করেছেন যা সিনেমার থিম হিসেবে ব্যবহার হবে। মনোজ মুনতাসির লেখা গানটি সিনেমার একটি বিশেষ দৃশ্যে ব্যবহার হবে। মনোজ অনেক আগেই লিখেছিলেন কবিতাটি। একটি কনসার্টে তিনি এটি আবৃত্তি করেছিলেন আর তখনই মুহিত তা শুনেছিলেন। পরবর্তিতে তিনি মনোজ ও মিথুনের সঙ্গে দেখা করে এটিকে গানে রূপ দেন।

বলিউড জগতে রেকর্ড করেছে সালমান খান ও সোনম কাপুরের প্রেম রতন ধন পায়ো সিনেমার ১৩ মিনিট দীর্ঘ একটি গান। পরবর্তিতে যদিও গানটির একটি বড় অংশ সিনেমাটি থেকে বাদ দেয়া হয়। তবে হাফ গার্লফ্রেন্ড সিনেমার ১৮ মিনেটের গানটি যদি রাখা হয় তাহলে তা নতুন রেকর্ড করতে যাচ্ছে।আগামী ১৯ মে হাফ গার্লফ্রেন্ড সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular