রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন !

0
23

নিউজ ডেস্ক:

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রবিবার সিঙ্গাপুর যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন গতকাল শনিবার এ কথা জানান।

তিনি বলেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে রবিবার বেলা ১টা ২৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।

তিনি জানান, আবদুল হামিদ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করাবেন।

রাষ্ট্রপতি আগামী ১২ আগস্ট দেশে ফিরবেন।