রামগঞ্জে গায়ে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ যুবকের মৃত্যু

0
29

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ– লক্ষ্মীপুরের রামগঞ্জে আবদুল গোফরান বাবলু নামের এক যুবক নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ঢাকাস্থ্ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। মৃত বাবলু রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের বরকন্দাজ বাড়ির নুরুল আমিন চৌধুরীর ছেলে ছাড়াও সে স্ত্রী এবং এক সন্তানের জনকবলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়নপুর গ্রামের বরকন্দাজ বাড়ির আবদুল গোফরান বাবলু গত শনিবার দুপুর ২টায় পিতা নুরুল আমিন চৌধুরী সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়লে বাবলু কোন উপায়ন্তর না দেখে পার্শ্ববর্তী পুকুরে ঝাপ দেয়। পরে পিতা নুরুল আমিন ও বাড়ির লোকজন বাবলুকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে রাতেই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করেন। বাবলুর পিতা নুরুল আমিন চৌধুরী জানান, সে নিজের গায়ে কেরোসিন তৈল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর এসআই সানাউল্যা ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।