রাবি আন্তবিভাগ ফুটবল চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

0
3

জুবাইর হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ফুটবল (ছাত্র) প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে।

১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইন্যান্স বিভাগ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে।

ফিশারীজ অনুষদের অধিকর্তা প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আহসান-উল-আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, কলেজ পরিদর্শক প্রফেসর এফ নজরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, বিভিন্ন অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষকবৃন্দ সহ প্রায় তি শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।