রাজিব হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রানা কারাগারে !

0
25

নিউজ ডেস্ক:

ব্লগার রাজিব হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ রানাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দু’দফা রিমান্ড শেষে রানাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই চলছে। প্রয়োজন পড়লে আসামিকে পুনরায় পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। এই আসামিকে জামিন দিলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হোক।

অপরদিকে আসামি রানার পক্ষে তার আইনজীবী হাফেজ আহমেদ জামিন শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।