বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাজশাহীর বাঘায় তিনটি মন্দিরে ভাঙচুর, আটক এক

রাজশাহীর বাঘা উপজেলায় তিনটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুরের সময় হাতেনাতে এক যুবক কে আটক করা হয়েছে। আটক মাদ্রাসা ছাত্র রাব্বি হোসেন রাজশাহীর একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেন। তার বাড়ি বাঘা পৌরসভার নারায়ণপুর সড়কঘাট এলাকা কলিগ্রামে।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার (২৩ আগস্ট) ভোরে রাব্বি বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া পালপাড়া, ঘোষপাড়া ও বাঘা পৌরসভার কলিগ্রামের পুণ্ডরীপাড়া মন্দিরের তালা ভেঙে মন্দিরের বিভিন্ন সরঞ্জাম ও প্রতিমা ভাঙচুর করেন।

এ কাজে একটি লোহার পাইপ ব্যবহার করেন তিনি। কলিগ্রাম পুণ্ডরীপাড়া মন্দিরের প্রতিমা ভাঙচুরের সময় তাকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ভাঙচুরের কারণ জানতে চাওয়া হলে সে জানায় ভারতের পানি ছেড়ে দেয়ার কারণে বাংলাদেশের মানুষের কষ্ট হচ্ছে। সে কারণে সে মন্দির ভাঙচুর চালিয়েছে সে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, ভাঙচুরের ঘটনায় রাব্বি হোসেনের নামে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular