রাজশাহীতে মাদকবিরোধী সাইকেল র‌্যালি !

0
26

নিউজ ডেস্ক:

রাজশাহীতে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সাইকেল র‌্যালি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। শনিবার সকালে বাঘা উপজেলা ফতেপুর বাউশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।

পরে স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাবলু, সদস্য রোকনুজ্জামান রিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। সমাবেশ থেকে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।