বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রাজধানীর আদাবরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ঠিকাদার

নিউজ ডেস্ক:

রাজধানীর আদাবরে নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক ব্যক্তি। তার নাম মনিরুজ্জামান রানা, বয়স ৩৫ বছর।
২৩ নভেম্বর বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আদাবর থানার উপ-পরিদর্শক (এস আই) এরশাদ আলী জানান, আদাবর ৭নং রোডের ঢাল ব্রিজের কাছে নিজ বাসার সামনে দাঁড়িয়েছিলেন মনির। এসময় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত মনিরের ওপর অতর্কিত হামলা চালায়। তারা তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

সংবাদ পেয়ে পুলিশ তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার ওপর হামলা কারা করেছে বা কেন করেছে তা জানা যায়নি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান এস আই এরশাদ আলী।

এদিকে আহত মনিরের স্ত্রী সোমা আক্তার জানান, তার স্বামী পেশায় ঠিকাদার। ঘটনার সময় মনির বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular