রাজধানীতে সোর্স পরিচয়ে ৫০ লাখ টাকা আদায়, আটক ১

0
55

নিউজ ডেস্ক:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স পরিচয় দিয়ে নিখোঁজ থাকা বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, রাজধানীর শাহ আলী থানার দিয়াবাড়ি এলাকা থেকে হাজি আলম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তাকে আটক করে র‌্যাব-৪।

পরে বিস্তারিত তথ্য জানাতে সাংবাদিকদের ব্রিফ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।