রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানা শ্রমিকের মৃত্যু !

0
26

নিউজ ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ দুপুর ২টার দিকে বাবুল হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কামরাঙ্গীরচর হুজুরপাড়া ফ্যান ফ্যাক্টরি এলাকায় একটি পলিথিন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। দুপুরে ফ্যাক্টরিতে কাজ করার সময় বাবুল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই)  বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে।