রাজধানীতে বাসের ধাক্কায় মেডিক্যাল ছাত্রী নিহত !

0
40

নিউজ ডেস্ক:

রাজধানীর বংশালের নয়াবাজার এলাকায় বাসের ধাক্কায় সাদিয়া হাসান (২২) নামে এক বেসরকারি মেডিক্যাল কলেজছাত্রী নিহত হয়েছে। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাদিয়ার মা শাহীন সুলতানা।  নিহত সাদিয়া হাসান ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ৫ম সেমিস্টারের ছাত্রী ছিলেন।

আহত শাহীন সুলতানা জানান, তাদের বাড়ি রাজশাহীর রাজপাড়া থানার হর গ্রামে। সাদিয়ার বাবার নাম হাসানুজ্জামান। সাদিয়া পুরান ঢাকার একটি মেডিক্যাল কলেজে পড়াশুনা করতো এবং ছাত্রী হোস্টেলে ছিল।

শনিবার সকালে তারা দুজন রাজশাহী থেকে ঢাকার কমলাপুর নামে। সেখান থেকে সিএনজি করে মেডিক্যাল কলেজ যাওয়ার পথে নয়াবাজার এলাকায় একটি বাস সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সিএনজি উল্টে দুজনই আহত হন। পথচারীরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে মেয়ে সাদিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।