রাজধানীতে বাসচাপায় প্রাণ গেল ব্যবসায়ীর !

0
31

নিউজ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।আজ সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল হোসেন (৬০)। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায়। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন বলে জানা গেছে।

নিহত আবুল হোসেনের ছেলে কাজল জানান, তাঁর বাবা মাছের ব্যবসা করতেন। আজ ভোরে মাছ কেনার জন্য নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ী আড়তে যান। মাছ কিনে ঝুড়ি মাথায় করে যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।