রাজধানীতে দক্ষিণখানে শিশুকে ‘ধর্ষণ,’ বিক্ষোভ!

0
56

নিউজ ডেস্ক:

রাজধানীর দক্ষিণখানে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত ১১ টার দিকে দক্ষিণখানের মৈশুরি এলাকার আফাজউদ্দিনের বাড়িতে ওই শিশুকে ডেকে নিয়ে সোহেল (৩০) নামে এক যুবক ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে সকালে এলাকাবাসী ধর্ষককে আটক করতে বিক্ষোভ প্রদর্শন করে।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শেখ রোকুনুজ্জামান বলেন, `ওই শিশুর বাড়ি মৈশুরি এলাকায়। রাত ১১ টার দিকে গাড়ি চালক সোহেল তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। শনিবার সকালে এলাকাবাসীর অভিযোগের ফলে ওই শিশুকে উদ্ধার করা হয়। এসময় অভিযুক্ত ধর্ষকের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সমাধান করার জন্য সালিশ বৈঠকের আহবান করা হয়।

কিন্তু বিষয়টি আইনি প্রক্রিয়ার জন্য ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান রোকুনুজ্জামান।