রাজধানীতে তিন ডাকাত আটক!

0
39

নিউজ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধোলাইপাড় থেকে তিন ডাকাত সদস্যকে আটক করেছে যাত্রবাড়ী থানা পুলিশ। তারা হলেন- মো. মানিক (২৫), মো. সুমন (২০) ও মাসুম বাবু (২৯)।

রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, শনিবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধোলাইপাড় রোড়ের হোসেন পাম্পের বিপরীত পাশের ফ্লাইওভারের নিচ থেকে তিন ডাকাত সদস্যকে আটক করা হয়। আরো পাঁচ ডাকাত সদস্য পলিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি উদ্ধার করা হয়।