রাজধানীতে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত !

0
36

নিউজ ডেস্ক:

রাজধানীর বাঁশতলা এলাকায় ট্রাক চাপায় চন্দ্র বানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা শাহজাদপুর এলাকায় বসবাস করতেন। তার স্বামীর নাম মৃত ইউসুফ আলী। রাতে বাঁশতলা এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, চালক আলাল হোসেনকে (৩৪) আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।