রাজধানীতে চালককে কুপিয়ে পিকআপ ছিনতাই !

0
24

নিউজ ডেস্ক:

রাজধানীর রুপনগর সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় মনির হোসেন (৩০) নামে এক চালককে কুপিয়ে তার পিকআপ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার দিনগত রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।

আহত মনির বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া।

মনিরের সহকর্মী মো. রাসেল জানান, মনির রুপনগর বেড়িবাঁধ থেকে মিরপুর ১০ নম্বরে বালু আনা নেওয়ার কাজ করছিল। সোমবার রাতে ওই এলাকায় বালুর জন্য সিরিয়ালে দাঁড়ালে হঠাৎ ৬/৭ জন ছিনতাইকারী তার পেটে হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিকআপটি ছিনতাই করে নিয়ে যায়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।