জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুসারে, নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ১ মার্চ রমজানের প্রথম দিন হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই গণনাগুলো মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজান মাসের সূচনা নির্ধারণ ও পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ জানিয়েছেন, পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ অঞ্চল এবং দক্ষিণ ইউরোপে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যাবে। তবে আমেরিকার বিস্তীর্ণ এলাকায় এটি খালি চোখেও দৃশ্যমান হতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুক্রবার ২৮ ফেব্রুয়ারি ইসলামী বিশ্বে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। কারণ এই দিনে সূর্যাস্তের আগে চাঁদের সংযোগ (conjunction) ঘটবে এবং চাঁদ সূর্যাস্তের পরেও আকাশে থাকবে। সাধারণত এ ধরনের পরিস্থিতিতে বেশিরভাগ ইসলামী দেশ পরবর্তী দিন থেকে রমজান মাসের শুরু ঘোষণা করে।