বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

রক্তে তৈরি ফেস ক্রিম লাগিয়ে নজর কাড়েন যিনি !

নিউজ ডেস্ক:

মডেল হেলি বাল্ডউইন জানিয়েছেন এমন চাঞ্চল্যকর তথ্য, যা জেনে চমকে যাবেন আপনিও। নিজের রক্ত থেকেই তৈরি ফেস ক্রিম ব্যবহার করেন তিনি! একটি ওয়েবসাইট থেকে পাওয়া খবর অনুযায়ী, স্কিন-স্পেশালিস্টের সঙ্গে দেখা করে এমন অদ্ভুত টোটকার কথা জেনেছেন তিনি। যেখানে, তাঁর নিজের রক্ত নিয়ে, তার মধ্যে অন্য কিছু উপকরণ মিশিয়ে, একটি বিশেষ মেশিনে তা ফিল্টার করা হয়।

এই মডেল একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর স্কিন-স্পেশালিস্টদের দেওয়া এই লোশনই তিনি ব্যবহার করেন। তিনি আরও জানান, একটি মেশিনে তার রক্ত কণিকাকে আলাদা করে ক্রিম তৈরি করা হয়। সমগ্র বিষয়টিই বেশ অভিনব বলে মনে করেন তিনি।

পেশায় মডেল হেলি জানিয়েছেন তিনি তাঁর ত্বকের যত্ন নেন ভালোভাবেই। খুব সচেতনও তিনি এ বিষয়ে। তবে তাঁর এই যত্নের মাত্রা যে, সকলকেই অবাক করে দেবে তা বলাই বাহুল্য।

Similar Articles

Advertismentspot_img

Most Popular