যৌন নির্যাতনে গণ্ডারের মৃত্যু !

0
30

নিউজ ডেস্ক:

শিকারিদের নিশানা ছাড়াও আরও এক বিপদের মুখে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার এক শৃঙ্গি গন্ডারকুল। পুরুষ গন্ডারদের দলবদ্ধ যৌন নির্যাতনে মৃত্যু হচ্ছে মাদিদের৷ গত শুক্রবার আবারও এমন একটি ঘটনা ঘটেছে।
এতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের বন কর্মকর্তাদের কপালে৷

বন দফতর সূত্রে জানানো হয়েছে ডুয়ার্সের এই জাতীয় উদ্যানে শুক্রবার সদ্য যৌবনে পদার্পণ করা একটি মাদি গন্ডারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ এরপর ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়, সঙ্গমে রাজি না থাকা মাদিটির উপর একাধিক পুরুষ গন্ডার নির্মম যৌন অত্যাচার চালিয়েছে৷

এর আগে, গত ৯ অাগস্ট অন্য একটি মাদির উপর এমন অত্যাচার নিজেরা চোখে দেখে শিউরে উঠেন জঙ্গলে টহলরত বনকর্মীরা৷ তখন পুরুষ গন্ডারদের মেজাজ দেখে কাছে যেতে সাহস পাননি তাঁরা ৷