সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের দাবিতে খুশি খাতুন (১৯) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিষয়টি তাড়াশ থানার ওসি মনজুর রহমান নিশ্চিত করে জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। শনিবার (১ জুলাই) রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের আলোকদিয়ার গ্রামে। পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে খুশি খাতুন (১৯) সাথে একই গ্রামের প্রতিবেশী মো.ছোরমান আলীর ছেলে রাজীব হোসেনের (২৫) সাথে বছর খানেক আগে প্রথমে প্রেমের সম্পর্ক অতঃপর তাদের বিয়ে হয়। বিয়ের পর রাজীব যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে গৃহ বধু খুশির বাবা মেয়ের সুখের জন্য ৬০ হাজার টাকা যৌতুক দেন। খুশির মা আঞ্জুয়ার বেগম অভিযোগ করে জানান. জামাই সম্প্রতি আবারো ৫০ হাজার টাকা যৌতুকের দাবীতে তার মেয়ে কে প্রায়ই মারপিট করতো । গত শনিবার তারা মেয়ে খুশি ও জামাই রাজীব কে তাদের (শশুর) বাড়ীতে নিয়ে আসে এবং তাদের কে রেখে তারা এক আতœীয় বাড়িতে বেড়াতে যান। প্রতিবেশীরা জানান, রাতে যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীতে আবারো বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী রাজিব খুশি কে মারপিট শুরু করে। এতে রাতের কোন এক সময় গৃহবধু খুশি মৃত্যুও কোলে ঢলে পরেন। এ সময় ঘাতক স্বামী রাজিব খুশিকে শশুর বাড়ির শোবার ঘরে রশিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা গৃহবধুর ঝুলন্ত লাশ দেখে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় । খুশির মা আঞ্জুয়ারা অভিযোগ করেন তার মেয়ে কে যৌতুকের দাবীতেই পিটিয়ে হত্যা করা হয়েছে। এ প্রসঙ্গে থানার ওসি মনজুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলা দায়ের হয়েছে ।