নিউজ ডেস্ক:
ম্যারাথন প্রতিযোগিতার ফিনিশিং লাইনের ১২ গজ দূরে ছিলেন ডেভন বেইলিং। কিন্তু শেষটা আর ভালো মতো হয়নি।
ক্লান্ত-অবসন্ন হয়ে মাটিয়ে পড়ে যান।
তারপরও থেমে যাননি। মাটিতে গড়িয়েই চূড়ান্ত সীমায় পৌঁঁছেছেন। গত ২০ আগস্ট আমেরিকার ওয়াশিংটনে ‘টানেল ভিশন ম্যারাথন’ এর আয়োজন করা হয়। আটলান্টা থেকে অংশ নেন ডেভন বেইলিং।
মাটিতে গড়াগড়ি দেয়ায় হাত-পা থেকে রক্ত ঝরছিল। কিন্তু ফিনিশিং লাইন স্পর্শ করার পর ডেভন বেইলিংয়ের চোখে-মুখে তখন রাজ্য জয়ের হাসি! সূত্র : ডেইলি মেইল