নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১০ সালে থেকে ভিন্ন ধরণের এক পার্টির প্রচলন শুরু হয়েছে। এর নাম ‘ফেরোমোন পার্টি’।
এক্ষেত্রে, পরপর তিনদিন আপনাকে একই টি-শার্ট পরে ঘুমাতে হবে। তারপর সেটা প্লাস্টিকের ব্যাগে ভরে পার্টিতে নিয়ে যেতে হবে। সেখানে যদি কেউ টি-শার্টের গন্ধ শুঁকে পছন্দ করে তাহলেই আপনি পাবেন ‘আইডিয়াল’ সেক্স পার্টনার।
গত চারবছর ধরেই যুক্তরাষ্ট্রে এই ধরণের পার্টির রমরমা চলছে। কোনও নামীদামী হোটেল নয়, সাধারণ বারগুলোতেও এ ধরণের পার্টির আয়োজন করা হয়। সেখানে নারী-পুরুষরা নিজেদের টি-শার্ট পলিথিন ব্যাগে ভরে পার্টিতে আসেন। নিয়ম অনুযায়ী, টি-শার্টটি অবশ্যই পরপর তিন রাতে ঘুমানোর কাজে ব্যবহার হওয়া হতে হবে। এরপর টি-শার্টগুলোর ব্যাগে নম্বর লিখে সেগুলো টেবিলে রাখা হয়। মেয়েদের টি-শার্টে গোলাপি আর ছেলেদের টি-শার্টে নীল রং দিয়ে নম্বর লেখা হয়।
যারা পার্টিতে অংশ নেন তাঁরা একটার পর একটা টি-শার্টের গন্ধ শুঁকে দেখেন। একজন অংশগ্রহণকারী যে ব্যাগ পছন্দ করেন সেই ব্যাগের নম্বরটি বড় স্ক্রিনে দেখানো হয়। এভাবে পছন্দের মানুষকে খুঁজে নেন অংশগ্রহণকারীরা। গন্ধের মাধ্যমে টি-শার্টের মালিকের স্টাইল ও তার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া বলে মনে করেন এই ফেরোমোন পার্টিতে অংশগ্রহণকারীরা। একেকটি পার্টিতে ১৪০ জনেরও বেশি নারী-পুরুষ অংশ নেন। পার্টিতে অংশ নিতে আগে থেকে অনলাইনে টিকিট কাটতে হয়। খরচ পড়ে ১৫ ইউরো করে।