বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যেখানে তাপদাহে রাস্তায় ভাজা হচ্ছে ডিম (ভিডিও) !

নিউজ ডেস্ক:

আমাদের দেশে এখন বর্ষাকাল চারদিকে পানি আর পানি। টানা বৃষ্টিতে অতিষ্ট মানুষ। কিন্তু বিপরীত দৃশ্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেখানে এখন গ্রীষ্মকাল। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কয়েক দিন ধরে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকছে। গরমের মাত্রা কতোটা বেশি তা দেখাতে সম্প্রতি রাস্তায় ফ্রাই প্যান রেখে তাতে ডিম ভেজে দেখালেন এক ব্যক্তি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বাবুর্চির মতো পোশাক পরা ওই ব্যক্তি শুরুতে বলছেন, ‘আজ আমরা  তাপদাহে রাস্তায় ডিম ভাজব…তাপমাত্রা ৫০ ডিগ্রির মতো। ’ ডিমটি ছাড়ার আগে ফ্রাই প্যানটি ১০মিনিট রোদে রাখা হয়েছিল। এরপর ওই ব্যক্তি ফ্রাইপ্যানে তেল ঢালেন। এর পর একটি ডিম ভেঙে তাতে দেন। কিছুক্ষণের মধ্যেই ডিমটি ভাজি হয়ে যায়।

গত কয়েক সপ্তাহ ধরেই সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়ায়ের ঘরে বিরাজ করছে। কয়েক সপ্তাহ আগে তাপমাত্রা ৫২ ডিগ্রিতে ওঠার পর রাস্তায় একটি ট্রাকের চাকা পর্যন্ত গলে গিয়েছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular