বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যে বিজ্ঞাপনের কারণে বিতর্কে সানি লিওন !

নিউজ ডেস্ক:

আইটেম গান, রিয়্যালিটি শোয়ের বিচারক কিংবা বিজ্ঞাপন-সব কয়টিতেই পছন্দের হিট লিস্টে এখন সানি লিওনের নাম। সাফল্যের এই মধ্যগগনে এবার নতুন বিতর্কে জড়ালেন তিনি।
একটি কনডমের বিজ্ঞাপন নিয়ে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের রোষের মুখে পড়লেন সাবেক এই পর্নোস্টার।

ভারতীয় গণমাধ্যমের খবর, ‘ম্যানফোর্স’ কনডম সংস্থার সঙ্গে বহুদিন ধরেই যুক্ত সানি লিওন। ইতিমধ্যেই নেটদুনিয়ায় উষ্ণতা ছড়িয়েছে সংস্থার বিভিন্ন বিজ্ঞাপনগুলি। কিন্তু বাধ সেধেছে নবরাত্রি স্পেশ্যাল বিজ্ঞাপনের ব্যানারগুলি। যা গুজরাটের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে। বিজ্ঞাপনের ছবিতে ভারতীয় অবতারেই ধরা দিয়েছেন সানি। তবে তার ছবির পাশে গুজরাটি ভাষায় লেখা, ‘এই নবরাত্রিতে খেলুন, তবে ভালোবেসে’। এতেই আপত্তি তোলা হয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের পক্ষ থেকে।

সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় ক্রেতা-সুরক্ষামন্ত্রী রামবিলাস পাসওয়ানকে পাঠানো এক চিঠিতে অভিযোগ করা হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন ভারতীয় সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে। আর সানি লিওনের মতো তারকা টাকার জন্য এমন বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিষয়টিকে আরও বিকৃত করে তুলছে। এমন প্রদর্শন অবিলম্বে বন্ধ করা হোক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular