যে তরুণীর পায়ের দৈর্ঘ্য ৪৯.৫ ইঞ্চি !

0
34

নিউজ ডেস্ক:

শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি যে কুড়ি বছর বয়সী হলি বার্ট নামের এক তরুণীর পায়ের দৈর্ঘ্য ৪৯.৫ ইঞ্চি। হলি বার্টের বাসস্থান থাকেন ফ্লোরিডায়। তার দেহের উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। তবে তিনি তার পায়ের দৈর্ঘ্যের জন্যই বেশি পরিচিত।

হলি বার্ট তার এই লম্বা পায়ের কারণে ইতোমধ্যেই রেকর্ড বুকে নিজের জায়গা করে নিয়েছেন। তিনি মনে করেন তার এই পা দুটি তার সম্পদ, তার পা কেরিয়ার, মডেলিং ও সুন্দর ভবিষ্যত তৈরিতেও এগিয়ে নিয়ে যাবেন তাকে।

ফ্লোরিডায় ডিজাইনিংয়ে অধ্যয়নরত বার্ট বলেন, “পায়ের কারণে স্কুলে অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে আমার পা মানুষের আকর্ষণ পরিণত হয়েছে। ”

তিনি আরও বলেন, “তার জীবনসঙ্গী যে হবেন সে কমপক্ষে ৬ ফুট ৩ ইঞ্চি হতে হবে। তবে সবচেয়ে লম্বা পায়ের অধিকারী হওয়ার কারণে প্লেনে বা গাড়িতে চড়া কিংবা জামা-কাপড় কেনার সময় নানা ঝামেলায় পড়তে হয়।