যুবকের সঙ্গে বয়স্ক নারীর কাণ্ডে হতবাক যাত্রীরা (ভিডিও) !

0
36

নিউজ ডেস্ক:

নারীদের জন্য আসন সংরক্ষিত। কিন্তু নারী যাত্রী না থাকায় ট্রেনের সেই সিটি বসেছিলেন এক যুবক।

কিছুক্ষণ পরে এক বয়স্ক নারী ট্রেনে উঠেন। এবং আসন ছেড়ে দেওয়ার কথা বলেন। এমনকি নিজের বয়সের কথা বলেও তাকে বুঝানোর চেষ্টা করেন। কিন্তু ওই যুবক নড়েচড়ে বসলেও আসন থেকে উঠেননি।

এরপর সংরক্ষিত আসনে বসা যুবকের সঙ্গে তুমুল বাদানুবাদে জড়িয়ে পড়েন ওই নারী। কিন্তু তাতেও সিট ছাড়তে রাজি না হওয়ায় ক্রুদ্ধ নারী ওই যুবকের কোলে বসে পড়েন। তা দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই।

সম্প্রতি চিনের নানজিং শহরে এমন ঘটনা ঘটে। যার ভিডিও প্রকাশের পর ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়।