যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মতি হিজবুল্লাহর

0
2

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও হিজবুল্লাহ। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। সোমবার এ তথ্য জানিয়েছেন লেবাননের এক শীর্ষ কর্মকর্তা। খবর রয়টার্সের।

যুদ্ধবিরতির আলোচনার মাঝেও ইসরায়েল সোমবার লেবাননের রাজধানী বৈরুতে টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালায়। এতে পাঁচজন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর দুইজন নিখোঁজ রয়েছেন।

বৈরুতের জুক্বাক আল-ব্লাত এলাকায় ইসরায়েলের হামলার পর ধোঁয়া উঠতে দেখা যায়। গত এক সপ্তাহ ধরে ইসরায়েল লেবাননের রাজধানী ও আশপাশের এলাকায় হামলা জোরদার করেছে। অন্যদিকে, হিজবুল্লাহও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে।

সোমবার সন্ধ্যায় ইসরায়েলের তেল আবিবসহ মধ্যাঞ্চলে সাইরেন বাজিয়ে হামলার সতর্কতা দেওয়া হয়। পরবর্তীতে হিজবুল্লাহ জানায়, তারা তেল আবিবের স্পর্শকাতর সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তেল আবিবের শহরতলিতে একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্রের টুকরো প্রধান সড়কে পড়ে বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন আহত হন, যাদের মধ্যে এক নারীর অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস জে. হোচস্টেইন যুদ্ধবিরতি প্রস্তাব চূড়ান্ত করতে শিগগিরই বৈরুতে আসবেন বলে জানা গেছে।

এক কূটনীতিক জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক আলোচনা ইতিবাচক হওয়ায় এটি চূড়ান্ত চুক্তিতে রূপ নিতে পারে।