যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে পুলিশ ও প্রশাসনের প্রমাণ হিসেবে জব্দকৃত মাদকে তাণ্ডব চালিয়েছে ইঁদুর। তাদের হানায় লকারে মজুত থাকা অন্যান্য প্রমাণাদিও ধ্বংস হয়েছে বলে দাবি জানায় পুলিশ।
মাদক জব্দ করার পর পুলিশ ও প্রশাসন প্রমাণ হিসেবে সেগুলো মজুত করে রাখে। বিচার চলাকালে জব্দ করা মাদক আদালতে উপস্থাপন করতে হয়। মাদকের লকার খুলে পুলিশ দেখে পুরো লকার তছনছ হয়ে আছে, যেন সেখানে তাণ্ডব চলেছে। পুলিশের দাবি, এ কাজ মানুষের নয়, ইঁদুরের। একদল ‘মাদকাসক্ত ইঁদুর’ তাদের লকারে তাণ্ডব চালিয়েছে, মাদক খেয়েছে এবং লকারে মজুত অন্য প্রমাণাদিও ধ্বংস করেছে।
এক সংবাদ সম্মেলনে হিউস্টন নগরের মেয়র জন উইটমায়ার বলেন, প্রমাণ হিসেবে লকারে যেসব মাদক মজুত রাখা হয়েছিল, সেগুলো ইঁদুরকে আকৃষ্ট করেছে। ওই সব মাদক খেতে গিয়ে ইঁদুরগুলো অন্যান্য প্রমাণও নষ্ট করেছে।
হুইটমায়ার আরও বলেন, ‘আমাদের কাছে চার লাখ পাউন্ড গাঁজা মজুত আছে, যা কেবল ইঁদুরেরাই উপভোগ করছে।’