নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি খামার থেকে চলতি বছর একটি গাধাকে উদ্ধার করেন স্থানীয় প্রাণি অধিকার কর্মীরা। অযত্নে পালিত হওয়ায় অত্যন্ত দুর্বল ছিল গাধাটি। অনাহারে যখন গাধাটির মারা যাওয়ার অবস্থা, তখনই তারা প্রাণিটি উদ্ধার করে নিয়ে যান। সবকিছু ঠিক মতই চলছিল কিন্তু এবার ওই প্রাণিটিকে নিয়ে দেখা দিয়েছে নতুন বিপত্তি।
শুরুতে এর নাম দেওয়া হয় রোমিও। পরবর্তীতে জানা যায়, গাধাটি গর্ভবতী। আর দুর্বল এ গাধাটি যথেষ্ট পরিচিতিও পায়। স্থানীয় কর্মীরা গাধাটির নিরাপদে বাচ্চা প্রসবের ব্যবস্থা করে।
গাধাটির যে শাবক জন্মগ্রহণ করেছে তার নাম এখনও ঠিক করা হয়নি। প্রাণীটির সুচিকিৎসার জন্য তহবিলও গঠন করা হয়েছে। এ তহবিলে টাকা দেওয়ার পাশাপাশি যে কেউ তার নাম নির্বাচনের জন্য ভোট দিতে পারে।
যে কেউ পাঁচ ডলার অনুদান দিলেই এর নাম নির্বাচনে ভোটাভুটিতে অংশ নিতে পারবে। গাধা শাবকটির যে নামগুলো থেকে ভোট দেওয়া যাবে তার মধ্যে রয়েছে- লিল সেবাস্তিয়ান, জর্জি, ভ্যান, জে.আর. ও লাকি।
সূত্র: এমিরেটস ২৪