নিউজ ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী থেকে ভুয়া ডিবি পুলিশের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের জ্যাকেটসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, সোমবার গভীর রাতে গোপন সংবাদে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ ডাকাতির মতো অপরাধ করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বারেক, গাফফার, মনির হোসেন, রাসেল ওরফে বর্ষ, আলামিন ওরফে দিপু, মোরশেদ ওরফে মিন্টু, সবুজ হোসেন, ওরনি আলম, মো. রিয়াজ, মেহেদী হাসান, নাজমুল হাসান ও আরমান হোসেন।
গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে দুটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ভর্তি দুটি ম্যাগাজিন, লাঠি, খেলনা ওয়াকিটকি, দুটি হ্যান্ডকাপ, দুটি চাকু, ডিবির জ্যাকেট ও একটি সিলভার রঙের নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।