নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে যতটুকু সম্ভব এফবিসিসিআইয়ের সংস্কার করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নবনিযুক্ত প্রশাসক হাফিজুর রহমান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
এফবিসিসিআই-এর এই প্রশাসক বলেন, যতটুকু সংস্কার সম্ভব হয়, সেটা বাস্তবায়ন করে এফবিসিসিআইকে গ্রহণযোগ্য অবস্থায় ফিরিয়ে আনা হবে। সেইসঙ্গে বেশকিছু কাজ নির্ধারিত সময়ে শেষ করতে খুব শিগগিরই উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া প্রত্যাশা অনুযায়ী যদি কোনো সংস্কারে ব্যর্থ হন, তবে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার কথা জানান তিনি।
এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফবিসিসিআই সদস্যরা।