নিউজ ডেস্ক: সাইবার বিশেষজ্ঞদের মতে “ অসংখ্য ম্যালওয়্যার যে ছদ্মবেশে নেট দুনিয়ার ঘুরছে না, তা নিশ্চিত করে বলা যায় না ”
বিভিন্ন ফেক নামে প্রয়োজনীয় অ্যাপের সাখে মিল রেখে প্রস্তুত করে এই বিশেষ ম্যালওয়্যার , যেগুলি আসলে হ্যাকিং অ্যাপ । যারা আসল অ্যাপ ভেবে সেগুলিকে মোবাইলে বা কম্পিউটারে ইনস্টল করে , তারাই ফাঁদে পড়ে যায়। মোবাইল বা কম্পিউটারের যাবতীয় গোপন নথি চুরি হয়ে যায় । পৌঁছে যায় হ্যাকারদের হাতে।
# মোবাইলে বা কম্পিউটারে ভাল মানের অ্যান্টিভাইরাস ব্যাবহার করুন ( PRO ব্যাবহার করুন ) ।
# ক্রেকিং অ্যাপ ইনস্টল করা খেকে বিরত খাকুন ।
# ক্রেকিং ও ফেক লাইসেন্স দিয়ে উইন্ডোজ সক্রিয় করা খেকে বিরত খাকুন ।
# নিয়মিত উইন্ডোজ আপডেট করুন ।
# নিয়মিত ভাল মানের অ্যান্টিভাইরাস দিয়ে মোবাইল বা কম্পিউটার সম্পূর্ণ স্ক্যান করুন ।