বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ম্যানচেস্টারে হামলাকারী ব্রিটিশ নাগরিক সালমান আবেদি !

নিউজ ডেস্ক:

ব্রিটেনের ম্যানচেস্টার শহরে আত্মঘাতী বোমা হামলাকারীর নাম সালমান আবেদি (২২)। তার জন্ম ম্যানচেস্টার শহরেই। তবে তার পরিবার এসেছে লিবিয়া থেকে। বুধবার ব্রিটেনের পুলিশের উদ্ধৃতি দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সোমবার রাতের এই হামলায় ২২ জন প্রাণ হারিয়েছে এবং ৫৯ জন আহত হয়েছে বলে বলা হচ্ছে। আহতরা শহরের আটটি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এদের মধ্যে ১৬’র কমবয়সী ১২জন শিশু রয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ।

ম্যানচেস্টারের পুলিশ বলছে, সালমান আবেদি এই হামলা একা চালিয়েছে নাকী তার আরও কোনো সহযোগী ছিল সেটাই এখন তাদের অনুসন্ধানে অগ্রাধিকার পাচ্ছে।

ধারণা করা হচ্ছে, সালমান আবেদি অ্যারেনার প্রেক্ষাগৃহের চত্বরে ব্রিটিশ সময় রাত সাড়ে ১০টার পর বোমা ফাটিয়ে আত্মঘাতী হয়। সেসময় আমেরিকান সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্দের কনসার্ট শেষে তার ভক্তরা হল ছেড়ে বেরতে শুরু করেছিল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular