শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ম্যাক ডোনাল্ড’‌স–এর বার্গারে মিলল জীবন্ত পোকা !

নিউজ ডেস্ক:

কলকাতার পর এবার অস্ট্রেলিয়া। চলতি বছরের মার্চ মাসে কলকাতার ম্যাক ডোনাল্ড’‌স–এর এক শাখায় বার্গারের মধ্যে পাওয়া গিয়েছিল মরা টিকটিকি।

এবার অস্ট্রেলিয়ায় বার্গারের মধ্যে পাওয়া গেল জীবন্ত পোকা। ম্যাক ডোনাল্ড’‌স–এর চিজ বার্গারে পোকা বা মরা টিকটিকি দেখার পর কারোরই আর বার্গারের প্রতি প্রেম থাকবে না বলেই মনে হয়।

৯ আগস্ট এমালেগ ফুলার তার তিন বছরের শিশুপুত্রের জন্য ম্যাকডোনাল্ড’‌স–এর হ্যাপি মিল অর্ডার দেন। অর্ডার টেবিলে আসার পর এমালেগ হ্যাপি মিলে থাকা বার্গারটি একটু খতিয়ে দেখেন। এরপরেই তিনি দেখেন বার্গারের মাংসের প্যাটির মধ্যে জীবন্ত পোকা ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে ম্যাকডোনাল্ড’‌স–এর ফেইসবুক পেজে ছবিসহ পোস্ট করে দেন।

এমালেগ তার পোস্টে বলেন, ‘‌আমি আমার ৩ বছরের শিশুর জন্য হ্যাপি মিল অর্ডার করেছিলাম। সেই হ্যাপি মিলের বার্গারের প্যাটিতে পোকা ছিল। আমি এ ধরনের ঘটনায় খুবই হতচকিত হই। ’‌

এমালেগ তার পোস্টে আরও জানান, তিনি বার্গারটি প্রমাণ হিসাবে সঙ্গে রাখবেন যাতে এই মামলাটি নিয়ে তিনি যথাযথ পদক্ষেপ করতে পারেন।

এদিকে ম্যাকডোনাল্ড’‌স–এর মুখপাত্র জানান, এই ঘটনাটি সত্যিই অবাঞ্ছনীয়। তাদের খাদ্য যে ক্রেতাদের জন্য নিরাপদ তার ওপর তাদের পূর্ণমাত্রায় আস্থা রয়েছে। এই ঘটনার বিষয়ে ক্রেতার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তদন্ত করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular