বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মোটরসাইকেলে ওঁড়না জড়িয়ে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক:ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের চাকায় ওঁড়না জড়িয়ে শাম্মি জোয়ার্দ্দার (২১) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের রিংকু জোয়ার্দ্দারের স্ত্রী ও একই উপজেলার পোড়াহাটী চরপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। গত মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনায় আহত হওয়ার পর শাম্মি জোয়ার্দ্দারকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত দুইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত শাম্মির নিকটাত্মীয় প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল খবর নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শাম্মি জোয়ার্দ্দার তাঁর ব্যবসায়ী স্বামী রিংকু জোয়ার্দ্দারের সঙ্গে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ শহরে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তাঁরা ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের আছাননগর নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলের পেছনের চাকায় শাম্মির ওঁড়না জড়িয়ে যায়। এতে তিনি পাকা রাস্তার ওপর পড়ে যান। তার কান ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। দুই দিন চিকিৎসার পর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, তিনি লোকমুখে এমন খবর শুনেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular