মেহেরপুরের ২, ঝিনাইদহে ১৩ ও কুষ্টিয়ায় ২৫ জন শনাক্ত

0
32

সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ২২০২
চুয়াডাঙ্গায় ৭ জন আক্রান্ত, সুস্থ ২০ জন
নিউজ ডেস্ক:সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২২০২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫১৬ জনে। মোট শনাক্ত ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯৮ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, ৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৮৮ টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ। এদিকে, চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন সুস্থ হয়েছেন ২০ জন। এছাড়া গতকাল মেহেরপুরের ২ জন, ঝিনাইদহে ১৩ জন ও কুষ্টিয়ায় ২৫ জন শনাক্ত।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৫ জন। গতকাল চুয়াডাঙ্গায় নতুন ২০ জনসহ এ পর্যন্ত মোট ৮৯৮ জন সুস্থ হয়েছেন। নতুন শনাক্ত ৭ জনের মধ্যে সদর উপজেলার ১ জন, আলমডাঙ্গা উপজেলার ১ জন, দামুড়হুদা উপজেলার ১ জন ও জীবননগর উপজেলার ৩ জন রয়েছেন। ৭ জনের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী। বয়স ১৯ থেকে ৬৫ বছরের মধ্যে।
জানা যায়, গত রোববার করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ৩৮টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল উক্ত নমুনার মধ্যে ৩৮টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৭টি নমুনার রিপোর্ট পজিটিভ ও বাকি ৩১টি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল করোনা আক্রান্ত সন্দেহে জেলা স্বাস্থ্য বিভাগ ২৩টি নমুনা সংগ্রহ করেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ১৫টি, আলমডাঙ্গা উপজেলা থেকে ৪টি, দামুড়হুদা উপজেলা থেকে ৪টিসহ সংগৃহীত ৩৮টি নমুনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। গতকাল সুস্থ ২০ জনই চুয়াডাঙ্গা সদর উপজেলা হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের এক তথ্যে জানা যায়, গতকাল ল্যাবে ফলোআপ নমুনাসহ চুয়াডাঙ্গার ৪৫টি, মেহেরপুরের ২৮টি, ঝিনাইদহের ৬৬টি, কুষ্টিয়ার ১৩৩টি নমুনাসহ মোট ২৭২টি নমুনা পরীক্ষা করে চুয়াডাঙ্গার ৭ জন, মেহেরপুরের ২ জন, ঝিনাইদহে ১৩ জন ও কুষ্টিয়া জেলার ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ২ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, চুয়াডাঙ্গায় নতুন করে ৭ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের সার্বিক খোঁজখবর নিয়ে হোম আইসোলেশন অথবা প্রতিষ্ঠানিক আইসোলেশন নিশ্চিত করা হবে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সদর উপজেলার হোম আইসোলেশন থেকে ২০ জন সুস্থ হয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৫ হাজার ১৫৫টি, প্রাপ্ত ফলাফল ৫ হাজার ২৭টি, পজিটিভ ১ হাজার ৩০৫টি ও নেগেটিভ ৩ হাজার ৭২২টি। গতকাল নতুন ২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ৮৯৮ জন ও মৃত্যু ৩১ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৩৩৯ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ২৯ জন।