মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে অস্ত্রসহ আব্দুল্লাহ (৩৫) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ৩ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের ফিত্তাস মন্ডলের ছেলে।
ডিবি ওসি শাহিনুজ্জামান জানান, গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এক যুবকের অস্ত্র আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে আব্দুল্লাহর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশী চালিয়ে একটি এলজি শুটারগান উদ্ধার করা হয়। আটকৃকতকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।