বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গাড়ী চালকদের প্রশিক্ষণ

মাসুদ রানা মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলার গাড়ী চালকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর ওয়াপদা মোড়ে জেলা ট্রাক ও ট্রাক্টর শ্রমীক ইউনিয়ন মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা ট্রাফিক পুলিশের টিআই-১ ইসমাইল হোসেন, টি.আই-২ মুজতবা, টি.আই-৩ মুনির হোসেন, জেলা ট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান, বিআরটিএ এর সিল ম্যাকানিক আবুল হাসান মিঠু প্রমূখ। প্রশিক্ষণে জেলার ট্রাক চালকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে চালকদের প্রশিক্ষন দেন বিআরটিএ চুয়াডাঙ্গা -মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক এস এম সবুজ,
মোটরযান পরিদর্শক এস.এম সবুজ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রথমেই লক্কড়-ঝক্কড় গাড়ির চলাচল বন্ধ করতে হবে। পাশাপাশি চালকদের ট্রাফিক সিগন্যাল মানতে হবে। দুর্ঘটনার জন্য মূলত দায়ী ড্রাইভার। কেননা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, গাড়ির ব্যাপারে কোনো ধরনের প্রশিক্ষণ না নিয়েই ড্রাইভার হয়ে বসে আছে হেলপার। চালকদের গাড়ি চালনোর সময় প্রথমে গাড়ির ব্রেক, তেল, লুকিং গ্লাসসহ সবকিছু ভালো করে দেখে নিতে হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular