মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে একটি মাদক মামলায় হানুফা খাতুন (৫০) নামের এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রবিবার দুপুরে মেহেরপুরের সাব জজ-২ আদালতের বিচারক মো: তাজুল ইসলামের আদালতে তাকে হাজির করা হলে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত হানুফা খাতুন সদর উপজেলার বাজিতপুর গ্রামের ফকির শেখের স্ত্রী।
জানা যায়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল উপজেলার বাজিতপুরে ওই আসামির বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ২০১৩ সালে মেহেরপুরের একটি আদালত একটি মাদক মামলায় ১ বছরের জেল দেন। তারপর থেকে হানুফা খাতুন পলাতক ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে পুলিশ খবর পায় শনিবার রাতে তিনি তার বাড়িতে অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০১১ সালে হানুফার বাড়িতে অভিযান চালিয়ে ২ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেপ্তার করে মেহেরপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।