বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুরে ভারতীয় অস্ত্র ব্যবসায়ী গাজী মন্ডলের যাবজ্জীবন কারাদন্ড

মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর ॥  ভারতীয় নাগরিক ও অস্ত্র ব্যবসায়ী গাজি মন্ডলকে (৪৫) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-১। আগ্নেয়াস্ত্র-গুলি চোরাচালান মামলায় তাকে দোষী সাব্যস্ত করে স্পেশাল ট্রাইব্যুনাল-১ এবং জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক গাজী রহমান বুধবার দুপুরে ওই রায় ঘোষণা করেন। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
গাজি মন্ডল ভারতের নদীয়ার মুরুঠিয়া থানার গান্ধিনা গ্রামের মৃত জহিরুদ্দীন মন্ডলের ছেলে।
২০১৫ সালের ৯ মে গাংনী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম কাজিপুর থেকে ২টি পিস্তল, ১টি ওয়ানশ্যূটারগান, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলিসহ তাকে আটক করেছিল র‌্যাব-৬ গাংনী ক্যাম্প।
মেহেরপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. পল্লব ভট্রাচার্য জানান, র‌্যাবের দায়ের করা মামলায় হাজতে ছিলেন গাজি মন্ডল। ২০১৫ সালের ১৮ জুন গাংনী থানা পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জসিট প্রদান করেন। বিজ্ঞ বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর আসামীকে খালাশ দেয়া হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular