নিউজ ডেস্ক:
মুজিবনগরে উপজেলা ছাত্রলীগের সম্মেলন : লাভলু সভাপতি ও সাকিব সম্পাদক নির্বাচিত
ছাত্রলীগের রাজনীতি করতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে- সোহাগ
নিজস্ব প্রতিবেদক/মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরে বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহাসিক মুজিবনগর উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকালই সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া বুধবার ভোরে মেহেরপুর পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এবং ঢাকায় ফেরার পথে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগকে বিদায় সংবর্ধনা জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা।
জানা যায়, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। পরে মুজিবনগর অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাভাপতি বারিকুল ইসলাম লিজন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র লীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। প্রধান আলোচক ছিলেন- মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে মুজিবনগর কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের সম্মলেনে সম্মানিত অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসূল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. আব্দুস সালাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের প্রকাশ ও প্রকাশনা উপকমিটির সদস্য এমএএস ইমন, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবাহক শহিদুল ইসলাম পেরেশান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম শামিম, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক অমিত হাসান, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজমুল হুসাইন। প্রধান বক্তা হিসাবে ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন লাভলু।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রীত অতিথিবৃন্দ দলীয় জাতীয় পতাকা উত্তোলন করেন। সভাপতির স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানে মূল কার্যকম শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের রাজনীতি করতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশের উন্নয়নে ও নেতৃত্বের প্রয়োজনে শিক্ষার বিকল্প নেই। জননেত্রী দেশরতœ শেখ হাসিনার সরকারকে ফের ক্ষমতায় আনতে হলে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
প্রধান আলোচকের বক্তব্যে মেহেরপুর-১ আসনের মাননীয সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে ছাত্রলীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন। ছাত্রলীগ থেকে নেতৃত্ব সৃষ্টি হয়। নেতৃত্বের বিকাশে রাজনীতি চর্চার মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নসহ সাম্প্রদায়িক অপশক্তি ধ্বংস, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ছাত্রলীগকে ভূমিকা রাকতে হবে।
অনুষ্ঠানে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত এ খোদা রুবেল, সম্পাদক মাসুদ রানা, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সম্পাদক বিপ্লব হোসেন, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হামিদ, সম্পাদক প্লাবনসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুজিবনগর থেকে বিদায় নিয়ে মেহেরপুর পৌছে ছাত্রলীগের কমিটি ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দেন। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে হেলাল উদ্দীন লাভলু ও শেখ সাকিবকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য মুজিবনগর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন।
এদিকে, মেহেরপুর মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সম্মেলন শেষে ঢাকায় ফেরার পথে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগকে বিদায় সংবর্ধনা জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা অতিক্রমকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মেহেরপুর সফরসঙ্গী চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফকে নামিয়ে দেয়ার জন্য ছাত্রলীগ সভাপতির গাড়ীটি কিছু সময়ের জন্য শহীদ হাসান চত্ত্বর এলাকায় যাতা বিরতি করে। এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকী, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান আহম্মেদ, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, দপ্তর সম্পাদক সেখ সামি তাপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজলসহ অন্যান্য নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা জানান। পরে নেতাকর্মীদের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ছাত্রলীগ সভাপতির গাড়ী বহরটি চুয়াডাঙ্গা জেলার শেষ সীমানা অতিক্রম করে।
অন্যদিকে, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের কাউন্সিল উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ গতকাল বুধবার ভোরে মেহেরপুর পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এছাড়া ওইদিনই সকাল ১০টায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে তাকে আরেক দফা ফুল দিয়ে স্বাগত জানান ছাত্রনেতা মুহাম্মদ রাশেদুজ্জামান (রাশেদ লতিফ)। এসময় তার সাথে ছিলেন জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান আবু, সাংগাঠনিক সম্পাদক আশিক ইকবাল, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান, মারুফ, জাহিদুল ইসলাম, ইমরান হোসেন, হ্যাপি, ইয়াছিন, মিঠু, বিপ্লব হোসেন, আবির হোসেন, সাগর, সাঈদ আনোয়ার জয়, বুলবুল আহমেদ রনি, বিজন কর্মকার প্রমুখ।