বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুরে জলাতঙ্ক দিবস পালন

মেহেরপুর প্রতিনিধি ॥ “জলাতঙ্কঃ অপরকে জানান, জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অফিস কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি বাসষ্ট্যান্ড, ভূমি অফিস মোড় হয়ে হোটেলবাজার ঘুরে একই স্থানে শেষ হয়। র‌্যালীতে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল. অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন, সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান অংশ নেন। পরে প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণী সম্পদ অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল. অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইবাদত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, কৃষি সম্প্রসারন অফিসার মোছাঃ নাসরিন পারভিন , ওসি (তদন্ত) মেহেদী হাসান, প্রমুখ। এছাড়াও ভেটেরিনারি সার্জন সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কমচারী, খামারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular