মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া এলাকায় কাজলা নদীর উন্মক্ত জলাশয় বিভিন্ন প্রকার দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার বেলা ১১ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষ বৃদ্ধির লক্ষে কাজলা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুকের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন ।
পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে এ দেশীয় ৬ প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। পরে জেলার অর্ধশতাধিক জেলেদের মাঝে বিনামুল্যে জাল বিতিরণ করা হয় । অনুষ্ঠানে জেলার ৫ শতাধিক মৎস্যচাষি উপস্থিত ছিলেন।