মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন

0
33

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধিঃ   প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে মেহেরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময় ইসলামি ফাউন্ডেশন হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক জাকির হোসেন। বক্তব্য রাখেন সহকারি পরিচালক এ.কে.এম শাহিন কবীর, জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দীন বেলালী, ইমাম আনোয়ার হোসেন, নাসির উদ্দীন। সম্মেলন থেকে সদর উপজেলার ইসলামপুর গ্রামের জোয়ার্দ্দারপাড়া মসজিদের ইমাম মোহাম্মদ ওসমান গনি, টুঙ্গি গ্রামের জামে মসজিদের ইমাম রোকুনুজ্জামান ও গাংনী উপজেলার জুগিরগোফা উত্তর পাড়া জামে মসজিদের ইমাম আব্দুল হাই বিশ্বাসকে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়।