মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসক পরিমল সিংহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন । উদ্বোধনী অনুষ্ঠানে সখাপতিত্ব করেন খুলনা অঞ্চলের আপীলাত রেঞ্জের অতিরিক্ত কর কমিশনার মুহতাসিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সপার আব্দুল্লাহ আল মাহামুদ, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক উল আলম, জেলা আয়কর আইনজীবি সমিতির সভাপতি এস এম ইব্রাহিম শাহিন, জেলা জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা আশকার আলী প্রমূখ।