মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ধোপা ঝন্টু শাহ কে শোকজ করেছেন কতৃর্পক্ষ। গতকাল মঙ্গলবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো: হাসিবুস সাত্তার এ শোকজ করে ৫ দিনের মধ্যে জবাব দিতে বলেছেন।
শোকজে বলা হয়েছে, ঝন্টু শাহ গত ২৮ অক্টোবর জেলা প্রশাসকের নিকট ২০২৪-২০২৫ অর্থবৎসরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মেহেরপুরে পথ্য, স্টেশনারী ও ধোপা টেন্ডার কাজে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে একটি অভিযোগ দিয়েছেন। ঝন্টু শাহ এখনো মেহেরপুর জেনারেল হাসপাতালের ধোপা কাজের জন্য তত্ত্বাবধায়কের সাথে চুক্তিবদ্ধ। ধোপার কাজ তিনি সঠিক ভাবে করেন না এবং অনেক সময় অতিরিক্ত বিল দাখিল করেন। এছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে পরবর্তীতে সংশোধন হবে মনে কেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
অভিযোগের মারফত দিয়ে তিনি শোকজে বলেন, তত্ত্বাবধায়ক ব্যাপক অনিয়মের আশ্রয় নিয়ে পছন্দের ঠিকাদারকে নিম্ন দরপত্র দাতা দেখিয়ে কাজ পাইয়ে দিতে বড় অংকের আর্থিক সুবিধা নিয়েছেন। যেখানে এখনো টেন্ডার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এখনো শেষ হয়নি এবং কাউকে কার্যাদেশ দেওয়া হয়নি। তার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রোণিত বলে মন্তব্য করেছেন একই সঙ্গে তাকে ২০২৪-২০২৫ অর্থবৎসরের টেন্ডারের কাজ না পাওয়ার আংশকা থেকে এই অভিযোগ করেছেন বলে মনে করছেন।
তিনি শোকজে আরও বলেন, তত্ত্বাবধায়কের বিরুদ্ধে আপনার অভিযোগ বড় অংকের আর্থিক সুবিধা নিয়েছে, এটি কার কাছ থেকে নিয়েছি? কখন নিয়েছি? এবং বর্তমানে টাকাগুলো কোথায় আছে? টাকার পরিমান কত? কোথায় দূর্নীতি হয়েছে? এর স্বপক্ষে সুস্পষ্ট প্রমাণাদি আগামী ৫ (পাঁচ) দিনের মধ্যে হাসপাতাল তত্ত্বাবধায়ক বরাবর দাখিল করবেন। অন্যথায় ঝন্টু শাহ এর বিরুদ্ধে মানহানি ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন।