মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরের সরকারি দু’টি উচ্চ বিদ্যালয়ের ৩য় ও ৬ষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টা থেকে সরকারী উচ্চ বালক ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে একশ’ ২০টি আসনের বিপরীতে ২শ’ ৪৭ জন, ও ৬ষ্ঠ শ্রেণীতে একশ’ ২০ টি আসনের বিপরীতে ৩শ’ ৯৪ জন গড়ে ১টি আসনের জন্য ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে একশ’ ২০টি আসনের বিপরীতে ৩শ’ ১৩ জন ও ৬ষ্ঠ শ্রেণীতে একশ’ ২০ টি আসনের বিপরীতে ৩শ’ ৮২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। মঙ্গলবার রাতে দুটি সরকারি বিদ্যালয়ে ৩য় শ্রেণীতে গড়ে ১টি আসনের জন্য ৩ জন পরীক্ষার্থী এবং ৬ষ্ঠ শ্রেণীতে গড়ে ১টি আসনের জন্য ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।