বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

মেহেরপুর বামন্দীত জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশের অভিযান ॥ সন্দেহ ভাজন দুই নারী আটক

মেহেরপুর  সংবাদদাতা, মেহেরপুর ॥ মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী নামক স্থানে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়িতে পুলিশের অভিযান শেষ হয়েছে। অভিযানে ভাড়াটিয়া দুই নারী ও বাসা মালিকের ছেলেকে আটক করেছে পুলিশ। জঙ্গি সম্পৃক্তা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানান মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান।
শনিবার সকাল সাড়ে দশটা থেকে বামন্দীর আখ সেন্টারপাড়ার সৌদি আরব প্রবাসী মিশকাত আলীর দোতলা বাড়িটি ঘিরে রাখে মেহেরপুর জেলা পুলিশের একাধিক দল। পুলিশের দুই শতাধিক সদস্য সাজোয়া হয়ে বাড়ির আশেপাশে অবস্থান নেয়। এসময় আশেপাশের লোকজনদের আশেপাশে থেকে  সরে আসার আহবান জানায় পুলিশ।
পরে পুলিশের অগ্রগামি অভিযান দলটি দোতলায় অভিযান শুরু করে। দুপুর বারটার দিকে অভিযান শুরু করে। এ সময় রজনী খাতুন (২০) ও মাবিয়া খাতুন (৩৫) দুই শিশু সন্তানসহ আটক করে পুলিশ। তারা গাংনী উপজেলার ভবানিপুর গ্রামের আব্বাস আলীর স্ত্রী রজনী খাতুন ও বরকত আলীর স্ত্রী মাবিয়া খাতুন। তাদের স্বামীদের কাউকে পায়নি পুলিশ।  অভিযানের সময় কোন বিস্ফোরক দ্রব্য কিংবা অস্ত্র উদ্ধার হয়নি।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, সৌদি প্রবাসীর বাড়িতে কয়েকটি পরিবার ভাড়া থাকতেন। ১৫ দিন আগে রজনী ও মাবিয়া স্বামী সন্তানসহ দোতলায় ভাড়ায় আসেন। কিন্তু তারা ওই বাড়ির নীচতলা ও আশেপাশের বাসিন্দাদের সঙ্গে চলাফেরা করতে না। খুব একটা বাড়ি থেকে বেরও হতেন না। তাদের চলাফেরা সন্দেহজনক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular