মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর পৌরসভার উদ্যোগে এডিবি ও পৌরসভার প্রায় ৮ লক্ষ টাকা ব্যায়ে শহরের থানা পাড়ার সংযোগ সড়কে ড্রেন নির্মান, পানির লাইন এবং থানার সামনের সড়কে সিড়ি নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন কাজের আনুষ্ঠিত উদ্বোধন করেন।
এসময় সেখানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, এ সময় সেখানে জেলা যুবলীগের সদস্য মাহাবুবুর রহমান ডালিম, উজ্জল হোসেন, আফজাল হোসেন লিখন, সারাফাত হোসেন, মালেক হোসেন মোহনসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। উদ্বোধন সেখানে মোনাজাত করা হয়।